MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আজকের ধাঁধা : ০৩ অক্টোবর ২০১৬

In ধাঁধা - Oct 03 at 12:17pm
আজকের ধাঁধা : ০৩ অক্টোবর ২০১৬

ধাঁধা :
১. ‘চার হাঁটু, নাকের উপর শিং
থাকে জঙ্গলে,
দাঁড়িয়ে ঘুমায় সে
পড়ে নাকো টলে।’

২. ‘চার কলসি
দুধে ভরা,
ঢাকনি ছাড়া
উপুর করা।’

৩. ‘চার বর্ণে নাম তার বিখ্যাত জগতে,
প্রথম তৃতীয়ে হয় নাম ইংরেজিতে।
দ্বিতীয় তৃতীয় নিলে হয় দামি মাল,
ভারতের মাথায় সে থাকে চিরকাল।’

৪. ‘চার বর্ণে নদী এক খ্যাত ধরাতল,
প্রথমার্ধের শেষ আবার বাদে হয় রসালো ফল।
শেষার্ধে আছে জান বললাম স্যার,
কি নাম সেই নদীটি বলেন তো এবার।’

উত্তর :
১. গণ্ডার
২. গাভির বান
৩. হিমালয়
৪. আমাজান

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 584