MysmsBD.ComLogin Sign Up

দু’জনকে মেরে আত্মহত্যা

In পাঁচমিশালী কৌতুক - Oct 03 at 8:18am
দু’জনকে মেরে আত্মহত্যা

চায়ের দোকানে আড্ডা হচ্ছে। এক ভদ্রলোক বললেন-
ভদ্রলোক : ঘটনা শুনেছেন। গত রাতে আমাদের এলাকার মজনু সাহেব বাড়িতে ফিরে দেখেন, স্ত্রী তার এক বন্ধুর সঙ্গে শুয়ে আছেন। তিনি রাগ দমাতে না পেরে সঙ্গে সঙ্গে রিভলবার বের করে গুলি করে দু’জনকে মেরে নিজেও আত্মহত্যা করলেন।
অপরজন : এটা তো তেমন কিছুই নয়, ঘটনা আরো সাংঘাতিক হতে পারত।
ভদ্রলোক : কি বলেন? এক সাথে ট্রিপল ট্রাজেডি, আর আপনি বলছেন কিছুই না, আরো সাংঘাতিক হতে পারত? তো কি সাংঘাতিক হতে পারত?
অপরজন : গতকাল যদি সোমবার না হয়ে বৃহস্পতিবার হতো তাহলে ওই গুলিটা আমাকে খেয়েই মরতে হতো।

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 245