MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘সুলতান’কে পেছনে ফেলবে ধোনির বায়োপিক!

In সিনেমা জগৎ - Oct 02 at 2:33pm
‘সুলতান’কে পেছনে ফেলবে ধোনির বায়োপিক!

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পেয়েছে। সিনেমায় ক্রিকেটার ধোনি উঠে এলেও ব্যক্তি ধোনিকে পাওয়া যায়নি বলে আলোচনা চলছে।

তবে মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবিটি। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক প্রথম দিনেই ২১ কোটি তিরিশ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে৷ চলতি বছরে সবচেয়ে ব্যবসাসফল ছবি সালমান খানের ‘সুলতান’ও নাকি পেছনে পড়ে যেতে পারে ধোনির বায়োপিক। ঝাড়খণ্ডের সাধারণ কিশোর থেকে ভারতের সফলতম অধিনায়ক হয়ে ওঠার গল্পটা প্রায় সবারই জানা। অজানা এই যাত্রায় মুখোমুখি হওয়া সব প্রতিকূলতার কথা। পরিচালক ছবির পোস্টারেও তাই লিখেছেন ‘এই মানুষটিকে আপনারা জানেন, জানেন না উঠে আসার গল্পটা।’

এই গল্পটা সফলভাবে সবাইকে জানাতে ধোনির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সব জায়গা; রাঁচি, খড়গপুর এসব জায়গায় শুটিং করেছেন পরিচালক। ধোনির হাঁটাচলা আয়ত্তে আনতে অনেকটা সময় ধোনির সাথেই কাটিয়েছেন ছবির নায়ক সুশান্ত।

রেলের চাকরিতে আটকে না থেকে ক্রিকেট খেলেই জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেওয়া তরুণ ধোনিকে পরিবার থেকে কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল ছবিতে এসেছে সেই গল্পও।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 521