MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভোরে যৌন ইচ্ছা বেড়ে যাওয়ার কারণ কী, জেনে নিন

In লাইফ স্টাইল - Oct 02 at 9:37am
ভোরে যৌন ইচ্ছা বেড়ে যাওয়ার কারণ কী, জেনে নিন

সকালে ঘুমের ঘোর কাটতেই মুশকিল!‌ পাশে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন আপনার সঙ্গী। কিন্তু আপনার চাহিদা তখন তুঙ্গে। কী করবেন?‌ চিকিৎসকরা বলছেন, সকালে উঠেই যৌন চাহিদার তুঙ্গে থাকাটা রোগ নয়। শরীরের নিজস্ব নিয়মেই এমনটা হয়ে থাকে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বরং, এটাকে একটু স্বাভাবিকভাবে নিন।

❏‌ অনেকেই বলেন রাতে স্বপ্ন দেখার জন্য সকালে উঠে এমনটা হয়। চিকিৎসকরা বলছেন, স্বপ্নের সঙ্গে এর যোগ নেই। পুরোটাই শরীরে রক্ত সঞ্চালনের বিষয়।

❏‌ সারা রাত ঘুমিয়ে থাকার সময় শরীরে রক্ত সঞ্চালনের গতি কমে যায়, শরীরের উত্তাপও কমে যায়। সকালে ঘুম ভাঙার সময় হঠাৎ ফের রক্ত সঞ্চালন শুরু হয়। সেটাই যৌন ইচ্ছা বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

❏‌ সকালে উঠেই যৌনতায় লিপ্ত হওয়াটা অনেকেই ইদানিং স্বাভাবিক বলে মনে করেন। তাঁদের কাছে বিষয়টি স্বাভাবিক, আপনিও যদি তেমনটা ভাবতে পারেন, অসুবিধা হবে না। সেক্ষেত্রে সঙ্গীর অনুমতিটাও জরুরি।

❏‌ এমনিতে ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই আপনার চাহিদা ক্রমে কমে আসবে। একটু সময় দিন, দরকার হলে ওঠে সকালের কাজ কর্ম সারুন। এমনকি জেগে বিছানায় শুয়ে থাকলেও সমস্যার সহজ সমাধান হবে।

সূত্র: আজকাল

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 746