MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ম্যাচ এবং সিরিজ সেরা তামিম

In ক্রিকেট দুনিয়া - Oct 01 at 10:39pm
ম্যাচ এবং সিরিজ সেরা তামিম

ব্যাট হাতে আরো একবার নিজেকে জানান দিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন একদিনের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেয়েছে ১৪১ রানের বড় জয়।

এই জয়ে নিশ্চিত হয়েছে ২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়। পাশাপাশি নিশ্চিত হয়ে যায় ওয়ানডেতে টাইগারদের শততম জয়ও। আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ এবং সিরিজ সেরা নির্বাচিত হন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৮ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তামিম। তার ইনিংসটি ছিল ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন যথাক্রমে ৮০ ও ২০ রান। তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২১৮ রান করেন বাংলাদেশের তারকা এই উদ্বোধনী ব্যাটসম্যান।

প্রসঙ্গত, গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম। সেবার করেছিলেন অপরাজিত ১১৬ রান। এরপর ১২ ইনিংস শেষে একদিনের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওপেনার। -জাগো নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2546
Post Views 721