MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘বাহুবলী টু’র শুটিংয়ের ছবি ফাঁস

In সিনেমা জগৎ - Sep 25 at 8:17pm
‘বাহুবলী টু’র শুটিংয়ের ছবি ফাঁস

বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী’। সিনেমাটি মুক্তির পর জনপ্রিয়তার তুঙ্গে ছিল। ব্যবসায়ীকভাবেও সফল হয় এই সিনেমাটি।

পরিচালক এস এস রাজামৌলি নির্মাণ করছেন ‘বাহুবলী টু’। সিনেমাটির নির্মাণ থেকে শুরু করে সব কিছুতে রাখা হয়েছে গোপনীয়তা। কিন্তু সম্প্রতি এ সিনেমার শুটিং সেটের ছবি টুইটারে ফাঁস হয়েছে। ছবি ফাঁস হওয়ার পরই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে।

প্রকাশিত ছবিতে দেখা যায়- চারিপাশে পাহাড়। তার মধ্যে শুটিং করছেন সিনেমার কলাকুশলীরা। ছবি দেখে বুঝা যায়- অনেক উপর থেকে ফাঁস হওয়া ছবিগুলো তোলা হয়েছে।

‘বাহুবলী টু’ সিনেমার নায়ক প্রভাসের একটি ফেক আইডি থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছে। তারপর ছবিগুলো নিয়ে অনেকে রিটুইট করেন।

কিছুদিন আগে এ সিনেমার পরিচালক রাজ মৌলি তার টুইটার অ্যাকাউন্টে ‘বাহুবলী টু’র প্রথম ঝলক প্রকাশ করেন। ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ অর্থাৎ ‘বাহুবলী টু’ সিনেমায় অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়াসহ অনেকেই।


সিনেমাটি শুটিং হচ্ছে তামিল এবং তেলেগু ভাষায়। তবে হিন্দি সহ বেশ কয়েকটি ভাষাতেও সিনেমাটির ডাবিং করা হবে বলে জানা গেছে।

তথ্যসূত্রঃ এই সময়

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5286
Post Views 897