MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট অশ্বিনের

In ক্রিকেট দুনিয়া - Sep 25 at 8:10pm
দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট অশ্বিনের

টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টের চতুর্থ দিন রোববার এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

নবম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিলেন অশ্বিন। ২০০ উইকেট নিতে অশ্বিনের লেগেছে ৩৭ ম্যাচ, যা ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম। আর দ্রুততম ২০০ উইকেটের রেকর্ডটি অস্ট্রেলিয়ান স্পিনার ক্ল্যারি গ্রিমেটের (৩৬ ম্যাচে)।

২০০ উইকেটের মাইলফলক ছুঁতে কানপুর টেস্টে অশ্বিনের প্রয়োজন ছিল ৭ উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ডানহাতি অফ এই স্পিনার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতে একই ওভারে মার্টিন গাপটিল ও টম ল্যাথামকে ফিরিয়ে উইকেটসংখ্যা ১৯৯ করে ফেলেন। আর কিউই অধিনায়ক কেন উইলিয়ামনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে পূর্ণ করেন ২০০ উইকেট।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 276