MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- ৩য় পর্ব

In সাধারণ জ্ঞান - Sep 25 at 5:22pm
সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- ৩য় পর্ব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। এর প্রথম ধাপটি হলো ১০০ নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা। যার প্রশ্নগুলো হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তাই বিসিএস’র প্রস্তুতি নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কয়টি?
উত্তর : ২টি।

২. প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু সেতু।

৩. প্রশ্ন : লালন জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : কুষ্টিয়া।

৪. প্রশ্ন : অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রাম।

৫. প্রশ্ন : জাতীয় পতাকা দিবস কবে?
উত্তর : ২ মার্চ।

৬. প্রশ্ন : কত সালে বাংলাদেশে গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়?
উত্তর : ১৯৫৫ সালে।

৭. প্রশ্ন : সমুদ্রে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর : সাঙ্গু।

৮. প্রশ্ন : হলুদ বিহার কোথায় অবস্থিত?
উত্তর : নওগাঁ।

৯. প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।

১০. প্রশ্ন : ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
উত্তর : বৌদ্ধ।

১১. প্রশ্ন : সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা।

১২. প্রশ্ন : পাঁচবিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁও।

১৩. প্রশ্ন : স্মারক ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১৪. প্রশ্ন : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কখন চালু হয়?
উত্তর : ১৯৮০ সালে।

১৫. প্রশ্ন : এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
উত্তর : ৩২টি।

১৬. প্রশ্ন : টাকার চিহ্ন কোনটি?
উত্তর : ৳।

১৭. প্রশ্ন : নবাব সিরাজ-উদ-দৌলা কত সালে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর : ১৭৫৬ সালে।

১৮. প্রশ্ন : কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর : হামিদুর রহমান।

১৯. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান।

২০. প্রশ্ন : মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর : তানভীর কবির।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 265