MysmsBD.ComLogin Sign Up

রণবীরের নতুন প্রেমিকা!

In বিবিধ বিনোদন - Sep 25 at 3:36pm
রণবীরের নতুন প্রেমিকা!

বলিউডের কম সুন্দরীর সঙ্গে নাম জড়ায়নি রণবীর কাপুরের। কখনও সোনম কাপুর, কখনও দীপিকা পাড়ুকোন তো কখনও বা ক্যাটরিনা কাইফ।

নায়িকাদের সঙ্গে তার প্রেম করা আর ব্রেকআপ বি টাউনে রীতিমত গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ক'দিন আগেই ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। এই রেশ কাটতে না কাটতেই নতুন আরেক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি।

রণবীরের নতুন প্রণয়িনী হিসেবে যে অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি আর কেউ নন, শ্রুতি হাসান। কমল হাসানের সুন্দরী কন্যা মূলত দক্ষিণী ছবিতেই পরিচিত নাম।

তবে হিন্দিতেও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে। সেই শ্রুতির সঙ্গেই কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর সূত্রে দেখা হয়েছিল রণবীরের।

জানা গেছে, রণবীর আর শ্রুতি নাকি প্রথম থেকেই বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা-কথাবার্তা চালাচ্ছিলেন। রণবীর খুবই কোমল ব্যবহার করছিলেন সুন্দরীর সঙ্গে।

তারপর দু'জনে একটি রেস্তোরাঁয় ডিনারও খেতে যান। যেভাবে কথাবার্তা বলছিলেন দু'জন, তাতে বোঝাই যাচ্ছিল, একে অন্যের সান্নিধ্য বেশ উপভোগ করছেন।

ফলে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, তবে কি শ্রুতিই রণবীরের পরবর্তী প্রেমিকা?

রণবীরের নতুন ছবি 'অ্যায় দিল হ্যায় মু‌শকিল'-এর মুক্তি আসন্ন। তারই আগে-আগে শ্রুতির সঙ্গে নাম জড়ালো। তাহলে সবটাই কি নিছক পাবলিসিটি স্টান্ট? আলোচনার কেন্দ্রে আসার কৌশল? সেই প্রশ্নও ওঠছে।

তথ্যসূত্রঃ এই সময়

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7067
Post Views 410