MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রোমান্স করবেন ক্যাটরিনা-ফাওয়াদ

In সিনেমা জগৎ - Sep 25 at 10:22am
রোমান্স করবেন ক্যাটরিনা-ফাওয়াদ

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

এদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ক্যাটরিনা অভিনীত ‘‌বার বার দেখো’ সিনেমাটি। তবু ক্যাটরিনাকে নিয়েই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন করণ জোহর।

রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। নাম ঠিক না হওয়া এ সিনেমায় ক্যাটরিনা রোমান্স করবেন ফাওয়াদ খানের সঙ্গে। সিনেমাটি পরিচালনা করবেন আদিত্য ধর। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে দিল্লিতে সিনেমার শুটিং শুরু হবে। এদিকে ফাওয়াদ বলিউডে মাত্র ৩টি সিনেমায় অভিনয় করেছেন। এ তিন সিনেমার মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন এই অভিনেতা।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 342