MysmsBD.ComLogin Sign Up

বাংলাদেশি ছবিতে কলকাতার ঋতিকা

In সিনেমা জগৎ - Sep 23 at 5:06pm
বাংলাদেশি ছবিতে কলকাতার ঋতিকা

বাংলাদেশি ছবিতে এবার দেখা যাবে 'আরশীনগর' খ্যাত ঋতিকা সেনকে। 'গাদ্দার' নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আপাতত চলছে প্রাথমিক প্রস্তুতি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই ছবিতে ঋতিকার বিপরীতে থাকবেন ঢাকাই ছবির নতুন প্রজন্মের নায়ক শ্রাবণ খান। এটি পরিচালনা করবেন দুই বাংলার স্বনামধন্য পরিচালকরা। যৌথ প্রযোজনার ছবিটির শুটিং হবে ঢাকাসহ কলকাতার বিভিন্ন লোকেশনে।

প্রসঙ্গত, ঋতিকা সেন কলকাতার উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম একজন। তিনি জিতের '১০০% লাভ' ছবিতে কোয়েল মল্লিকের বোনের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

এরপর নায়ক বনির বিপরীতে 'বরবাদ' এবং সর্বশেষ দেবের নায়িকা হয়ে 'আরশিনগর' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। বর্তমানে তাকে নিয়ে টালিগঞ্জের প্রযোজকরা নতুন করে ভাবতে শুরু করেছেন।

সূত্রঃ বিডিলাইভ২৪

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3787
Post Views 982