MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আয়ের দিক থেকে কে সেরা, দীপিকা না প্রিয়াঙ্কা?

In বিবিধ বিনোদন - Sep 23 at 10:17am
আয়ের দিক থেকে কে সেরা, দীপিকা না প্রিয়াঙ্কা?

বলিউড অভিনেত্রীদের মধ্যে এখন সবার থেকে এগিয়ে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডই নয় এই দুই তারকা হলিউডেও সমান তালে কাজ করছেন। বলি অভিনেত্রীদের মদ্যে তাদের দুজনেরই আয় সবচেয়ে বেশি। কিন্তু এই দুই তারকার মধ্যে কার আয় বেশি?

বলিউডে হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের দৌড়ে এতদিন প্রথমে ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার তাকে টেক্কা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াই ভারতের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের তালিকায় প্রথম। মার্কিন টেলিভিশের ক্রাইম ড্রামা ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করার পরেই তিনি এই তালিকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তিনি এক নম্বর স্থানে চলে এসেছেন।

শুধু তাই নয়, সারা বিশ্বের হাইয়েস্ট পেইড টেলি-অভিনেত্রীদের তালিকায় প্রথম হয়েছেন তিনি। বর্তমানে তার আয় ১১ মিলিয়ন মার্কিন ডলার। দীপিকার আয় সেখানে ১০ মিলিয়ন মার্কিন ডলার। বলিউডের এক নম্বরের দৌঁড়ে লড়াই করছেন দীপিকা-প্রিয়াঙ্কা।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2494
Post Views 316