MysmsBD.ComLogin Sign Up

আলোচনায় সানি লিওন-শরমন যোশির কেমিস্ট্রি

In সিনেমা জগৎ - Sep 22 at 4:54pm
আলোচনায় সানি লিওন-শরমন যোশির কেমিস্ট্রি

ক্রমেই পুরোদস্তুর অভিনেত্রী হওয়ার দৌড়ে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একসময়ের পর্নস্টার সানি লিওন। সম্প্রতি মুক্তি পেয়েছে সানি-শরমন অভিনীত আপকামিং ছবি ‘ফুদ্দু’ –এর একটি গান। ‘তু জরুরত নেহি তু জরুরি হ্যায়’ শিরোনামের গানটি মুক্তির পর বেশ প্রশংসা আদায় করে নিয়েছে।

গানটির পরতে পরতে রয়েছে রোম্যান্স। সঙ্গে ভালবাসার আকুতি। এতে সানি ও শরমনের কেমিস্ট্রি আলাদা করে চোখে পড়বে। ছবিটির পরিচালক অনুরাগ কাশ্যপ সহকারী সুব্রমনিয়াম। ‘ফুদ্দু’ শব্দটির অর্থ হলো বোকা। যেখানে ফুটে উঠবে বেনারসের একটি ছেলে মোহনের গল্প। যার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায়।

ছবির এক দৃশ্যে দেখা যাবে শোকে কাতর মোহনকে কবিতা শোনাচ্ছেন রণবীর। সম্পর্কের ভাঙা-গড়া দিয়ে এই কবিতার মাঝেই রয়েছে সানির লাস্যময়ী উপস্থিতি। খুব শীঘ্রই ছবিটির ট্রেইলার রিলিজ হবে।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6956
Post Views 667