MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অস্ট্রেলিয়ার বিচারে ভারতের সর্বকালের সেরা একাদশ

In ক্রিকেট দুনিয়া - Sep 22 at 12:26am
অস্ট্রেলিয়ার বিচারে ভারতের সর্বকালের সেরা একাদশ

ভক্ত-সমর্থকদের দেয়া ৫০ হাজারেরও বেশি ভোটের মধ্য থেকে পর্যালোচনা করে সর্বকালের সেরা ভারতীয় একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সেই একাদশে জায়গা হয়নি বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। স্থান হয়েছে ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হওয়া প্রথম টেস্টের মাধ্যমে ভারত নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়বে।

সর্বকালের সেরা ভারতীয় একাদশ :
সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, মাহেন্দ্র সিং ধোনী, কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং ও জহির খান।

তথ্যসূত্রঃ ক্রিকইনফো

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5485
Post Views 662