MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ধোনি

In ক্রিকেট দুনিয়া - Sep 22 at 12:01am
সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ধোনি

কানপুরে বৃহস্পতিবার নিজেদের ইতিহাসের ৫০০তম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত।

তার আগে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল বেছে নিয়েছে উইজডেন ইন্ডিয়া। যে দলের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।

এই দলে সুনীল গাভাস্কারের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বীরেন্দর শেবাগকে। মিডল অর্ডারে থাকছেন রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ। উইকেটকিপার হিসেবে থাকছেন স্বয়ং অধিনায়ক ধোনি।

পেস আক্রমণ সামলাবেন কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জাহির খান। স্পিনের দায়িত্বে থাকছেন অনীল কুম্বলে, বিষেন সিং বেদি। মোহাম্মদ আজহারউদ্দিনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

উইজডেন ইন্ডিয়ার সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল
সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), অনীল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জাহির খান, বিষেন সিং বেদি।

দ্বাদশ খেলোয়াড় : মোহাম্মদ আজহারউদ্দিন।

তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5368
Post Views 254