MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

In ক্রিকেট দুনিয়া - Sep 21 at 11:54pm
ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার সকালে মাঠে নামবে ভারত।

কানপুরে মাইলফলকের এই টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস চ্যানেল।

ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি হবে ৫০০তম টেস্ট। ঘরের মাঠে মাইলফলকের এই টেস্টটি নিয়ে পরিকল্পনার অভাব নেই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের।

সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ টেস্ট জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারত। অন্যদিকে ঘরের মাঠে স্বাগতিক ভারতের বিপক্ষে মোক্ষম জবাব দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে সফরকারী নিউজিল্যান্ড।

তার আগে চলুন দেখে নিই উভয় দলে বৃহস্পতিবারের ময়দানি লড়াইয়ে কোন কোনো যোদ্ধারা অংশ নিতে পারেন।

ভারতের সম্ভাব্য একাদশ :
১. মুরালি বিজয়
২. লোকেশ রাহুল
৩. চেতেশ্বর পূজারা
৪. বিরাট কোহলি (অধিনায়ক)
৫. আজিঙ্কা রাহানে
৬. রোহিত শর্মা
৭. রবীচন্দ্রন অশ্বিন
৮. ঋদ্ধিমান শাহা
৯. রবীন্দ্র জাদেজা
১০. ভুবনেশ্বর কুমার
১১. অমিত মিশ্র।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. টম লাথাম
২. মার্টিন গাপটিল
৩. কেন উইলিয়ামসন (অধিনায়ক)
৪. রস টেলর
৫. হেনরি নিকোলস
৬. বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক)
৭. মিচেল সান্টার
৮. মার্ক ক্রেইগ
৯. ইস শোধি
১০. নেভিল ওয়াগনার/ডগ ব্রাসওয়েল
১১. ট্রেন্ট বোল্ট।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 331