MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সস্তার ফোনে অ্যানড্রয়েড মার্সম্যালো

In মোবাইল ফোন রিভিউ - Sep 21 at 7:21pm
সস্তার ফোনে অ্যানড্রয়েড মার্সম্যালো

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা নতুন ‍একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। ফোনটির ফোরজি ভোল্ট সিরিজের। মডেল ‍এক্স ২৮। ‍এই ফোনটির বিশেষত্হচ্ছে ‍এটি বাংলাসহ ভারতের ১২ টি ভাষা সমর্থন করে। সাশ্রয়ী দামের এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো।

ফোনটিতে আছে, ৫.৫ ‍ইঞ্চির ‍এইচডি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে, ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‌্যাম। ‍এতে ৮ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। ডুয়েল সিমের এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এর সঙ্গে রয়েছে স্লো মোশন ভিডিও, টাইমল্যাপ্সের মতো মোড। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ফেস বিউটি মোড। দুটি ফোনেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। এর ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি। সঙ্গে রয়েছে পাওয়ার সেভার মোড।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 391