MysmsBD.ComLogin Sign Up

২৯০০ টাকায় স্মার্টওয়াচ

In গ্যাজেট রিভিউ - Sep 20 at 1:17pm
২৯০০ টাকায় স্মার্টওয়াচ

ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান বিঙ্গো নতুন একটি স্মার্টওয়াচ দেশটির বাজারে ছেড়েছে। মডেল বিঙ্গো সি৬।

সাশ্রয়ী দামের এই স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটিকে২৫০২সি প্রসেসর। এতে আছে ১২৮ মেগাবাইট বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ৬৪ মেগাবাইট বাড়ানো যাবে।

স্মার্টওয়াচটিতে আছে ১.৩ ইঞ্চির ক্যাপসিটিভি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০×২৪০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে ন্যানো টাফেনড প্রটেকশন। সলিড স্টেইনলেস স্টিলের কেসিংয়ে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।

স্মার্টওয়াচটিতে সিম কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও এতে আছে ব্লুটুথ কানেকটিভিটি।

অ্যানড্রয়েড কিংবা আইওএস ডিভাইসটির সঙ্গে বিঙ্গোর স্মার্টওয়াচটি সংযোগ দেয়া যাবে।

স্মার্টওয়াচটি দিয়ে ফোনের বার্তা ও কল আদান প্রদান করা যাবে। এতে ব্যবহার করা হয়েছে ৩৮০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি। ডিভাইসটিতে ৩ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। এছাড়াও এটি ১৮০ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে সচল রাখা যাবে।

ভারতের বাজারে স্মার্টওয়াচটি বিক্রি হচ্ছে ২৪৯৯ রুপিতে। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ২৯২০ টাকা।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3786
Post Views 410