MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি

In ক্রিকেট দুনিয়া - Sep 19 at 6:09pm
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি

প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিত সিরিজ খেলতে আসছে আফগানিস্তান।

বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে আফগান শিবির।

বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।

এই সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি:¤ ২৫ সেপ্টেম্বর, ২০১৬ প্রথম ওয়ানডে দুপুর ২.৩০ টা মিরপুর

¤ ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দুপুর ২.৩০ টা মিরপুর

¤ ১ অক্টোবর তৃতীয় ওয়ানডে দুপুর ২.৩০ টা মিরপুর।

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে রোববার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তান দল ঢাকা ছাড়ার আগেই ইংল্যান্ড দল ঢাকায় আসার কথা রয়েছে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2523
Post Views 710