MysmsBD.ComLogin Sign Up

বলিউডি ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকা ছাড়ছেন নিরব

In সিনেমা জগৎ - Sep 19 at 2:49pm
বলিউডি ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকা ছাড়ছেন নিরব

বলিউডের ‘বালা’ ছবিতে অভিনয় করার খবর দিয়ে সবাইকে বড় ধরণের একটা চমক দিয়েছিলেন চিত্রনায়ক নিরব। গেল মাসে বাংলাদেশে খবরটি যখন প্রচার হয় হৈচৈ পড়ে গিয়েছিল মিডিয়াতে। তবে অনেকের মনে কৌতূহল দানা বেঁধেছিল কবে থেকে বলিউডের ছবির শুটিং করবেন? আদৌ তিনি ছবিটিতে অভিনয় করবেন কি না সেটা নিয়েও সমালোচকরা নানা কানাকানি শুরু করেছিলেন।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার একটি ফ্লাইটে বলিউডে নিজের প্রথম ছবির শুটিংয়ে অংশ নিতে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নিরব।

তিনি জানালেন, ‘আজ বিকেল ৫টার ফ্লাইটে প্রথমে কলকাতা যাবো। সেখান থেকে রাতে বেঙ্গালুরু উড়াল দেব। তারপর কাল থেকে ছবির শুটিং শুরু হবে। তবে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো আরও ৩-৪ দিন পর।’

তিনি আরো জানান, ‘বেঙ্গালুরু ছাড়াও ভারতের চেন্নাই, গোয়া বিভিন্ন প্রদেশে ছবিটির শুটিং হবে। প্রায় মাস খানেক ধরবে চলবে দৃশ্যায়ণ।’

প্রসঙ্গত, গেল ১৫ আগস্ট ‘বালা’ছবি চুক্তিবদ্ধ হন নিরব। এটি নির্মাণ করবেন বলিউডের নির্মাতা ফয়সাল সাফি। ছবিতে নিরবের বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম ও পাকিস্তানি অভিনেত্রী মিরা খান। হরর ও থ্রিলার ধর্মী গল্পের আদলে নির্মিত হবে ‘বালা’, যার বাংলায় অর্থ দাঁড়ায় ‘বিপদ’। -জাগো নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4142
Post Views 515