MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নাগা-সামান্থার বিয়ে?

In বিবিধ বিনোদন - Sep 18 at 6:24pm
নাগা-সামান্থার বিয়ে?

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। বর্তমানে তিনি ‘প্রেমাম’ সিনেমার শুটিং করছেন। শোনা যাচ্ছে এরপরই অর্থাৎ আগামী বছর তিনি ব্যাচেলর জীবনের ইতি টানতে চলেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসবেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য।

‘বিয়েটা আগামী বছর হতে যাচ্ছে। তারিখ চূড়ান্ত করে বাবা ঘোষণা করবেন। এই মুহূর্তে এর বেশি তথ্য আমি ফাঁস করতে পারবো না।’ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে বলেছেন চৈতন্য।

কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার প্রেমের খবর ছড়িয়েছিল। ফলে গুঞ্জন রটেছে যে, চৈতন্য সামান্থাকেই বিয়ে করছেন কিনা? চৈতন্য-সামান্থার সম্ভাব্য বিয়ের গুঞ্জন আরো বেশি জোড়ালো হওয়ার কারণ কিছুদিন আগে এটাও রটেছিল যে, তাদের পরিবার ইতিমধ্যে দুজনকে নাকি আর্শীবাদও করেছেন।

চৈতন্য যদিও হবু বধূ সম্পর্কে কোনো মন্তব্য প্রকাশে রাজি হননি, কিন্তু চৈতন্যর বিয়ের খবরে সামান্থাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রল করা হচ্ছে- ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5372
Post Views 255