MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এই মিউজিয়ামে গেলেই মিলবে সোনার টয়লেটে বসার সুযোগ !

In সাধারন অন্যরকম খবর - Sep 18 at 12:22am
এই মিউজিয়ামে গেলেই মিলবে সোনার টয়লেটে বসার সুযোগ !

অবাক করা ঘটনা। এক কিংবা দুই ক্যারেট নয়। একেবারে ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি হয়েছে একটি টয়লেট। যা রাজ-মহারাজাদের সিংহাসনের থেকে কোনও অংশে কম বলা যায় না। এই সোনার টয়লেটে বসার সুযোগ পেয়ে যেতে পারেন আপনিও। অবিশ্বাস্য এই টয়লেটটি রয়েছে নিউইয়র্কের সিটি মিউজিয়ামে। শুক্রবার সকাল থেকেই মিউজিয়ামে এই বহুমূল্য টয়লেটটি সাধারণের প্রদর্শনীর জন্যে খুলে দেওয়া হয়।

সলোমন আর গুগেনহেম মিউজিয়ামে ১৮ ক্যারেট সোনা দিয়ে এই টয়লেটটি তৈরি করেছেন ইতালিয়ান শিল্পী মরিসিও ক্যাটেলান। মিউজিয়ামের কতৃপক্ষ জানিয়েছে, অতি অল্প সময়ের জন্যই এই সুযোগ দেওয়া হবে সাধারণ দর্শকদের। সলোমন আর গুগেনহেম মিউজিয়াম কর্তৃপক্ষ তাদের ওয়েরসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সোনার বহুমূল্য টয়লেটের প্রদর্শনীর কথা জানায়।

তখন থেকেই উৎসাহী মানুষের ভিড়ও জমতে শুরু হয়েছে বলে জানা গেছে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1242
Post Views 281