JanaBD.ComLoginSign Up
Bangla Love Sms

প্রিয়াঙ্কার স্কুলজীবনের ‘সিক্রেট’

বিবিধ বিনোদন 17th Sep 2016 at 1:45pm 246
প্রিয়াঙ্কার স্কুলজীবনের ‘সিক্রেট’

তিনি প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড শেষে হলিউড জয় করেছেন। তাকে দেখেছেন হয় সিনেমাতে বা ম্যাগাজিনের কভার পেজের শোভা বাড়াতে। সেই সঙ্গে তার আবেদনময় ভঙ্গিমা সকলকে সম্মোহিত করে। তবে, এবার তার এই সিক্রেটটা জানলে আপনি কিছুটা আর্শ্চর্য হয়ে যাবেন।

নিজেই নিজের স্কুল জীবনের এই সিক্রেটটা জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে প্রিয়াঙ্কা নিজেই বলেছেন স্কুল জীবন থেকেই নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসতেন তিনি। আর সকলের থেকে কিছুটা আলাদা, কিছুটা অ্যাট্রাকটিভ পোশাক আর সাজগোজ করেই তিনি স্কুলে যেতেন।

তার থেকেও বড় কথা স্কুলের লকারে আর পাঁচজন সহপাঠিনীর থেকে কিছুটা আলাদা জিনিসই রাখতেন তিনি। অন্তুত, অন্যদের তুলনায় অনেকটাই অ্যাডভান্স ছিলেন যে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, বইয়ের বদলে সেখানে থাকত জামা ও মেকআপ কিট। আর তার সাহায্যেই নিজেকে সকলের কাছে অ্যাট্রাকটিভ করে তুলতেন।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)