MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অভিনয় ভেবে ডুবতে থাকা টিভি তারকাকে বাঁচাতে যাননি কেউ

In বিবিধ বিনোদন - Sep 16 at 7:28pm
অভিনয় ভেবে ডুবতে থাকা টিভি তারকাকে বাঁচাতে যাননি কেউ

ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকাদের একজন ডোমিঙ্গোস মনটাগনার এক নাটকের শ্যুটিং এর সময় নদীতে ডুবে মারা গেছেন। তাঁকে বাচানোর জন্য একজন সহশিল্পী যখন চিৎকার করে সাহায্য চাইছিলেন, তখন অন্যরা ভেবেছেন সেটাও নাটকে অভিনয়ের অংশ।

ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সোপ 'ভেলহো চিকো'র একটি এপিসোডের দৃশ্য ধারণ করা হচ্ছিল সাও ফ্রানসিসকো নদীতে।

শ্যুটিং এর ফাঁকে ডোমিঙ্গোস মনটাগনার এবং আরেক অভিনেত্রী ক্যামিলা পিটাঙ্গা নদীতে সাঁতার কাটতে যান।

নদীর স্রোতে তিনি যখন ভেসে যাচ্ছিলেন, তার সঙ্গে থাকা অভিনেত্রী ক্যমিলা চিৎকার করে সাহায্য চান।

কিন্তু স্থানীয়রা ভেবেছিলেন, তারা বুঝি তখনো নাটকের অভিনয় করে চলেছেন। এটিকেও টেলিভিশন সোপ অপেরার অংশ ভেবেছিলেন তারা।

কর্তৃপক্ষ অবশ্য বলছে, যেভাবে তীব্র স্রোতে ডোমিঙ্গোস ভেসে যাচ্ছিলেন সেখানে আসলে অন্য কারও কিছু করার ছিল না।

এই সোপ অপেরায় ডোমিঙ্গোস মনটাগনারকে স্থানীয় বন্দুকবাজদের সঙ্গে লড়াই করতে দেখা যায়। একটি দৃশ্যে দেখা যায়, তাকে কয়েকবার গুলি করা হয় এবং তিনি সাও ফ্রানসিসকো নদীতে ডুবে যান। যদিও কয়েক সপ্তাহ পরে তিনি আবার ফিরে আসেন।

বাস্তবে তার নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে সেরকম কোন অভিনয়ের দৃশ্য ভেবেছিলেন অনেকে।-বিবিসি

Googleplus Pint
Roney Khan
Posts 628
Post Views 376