MysmsBD.ComLogin Sign Up

নিউজিল্যান্ডের ভারত সফর : গম্ভীরের ভাবনা

In ক্রিকেট দুনিয়া - Sep 15 at 11:00pm
নিউজিল্যান্ডের ভারত সফর : গম্ভীরের ভাবনা

নিজেদের মাটিতে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডকে হাল্কাভাবে নিলে দল ভুল করবে বলে মন্তব্য করেছেন ভারতের গৌতম গম্ভীর। ভারত-নিউজিল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন গম্ভীর। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ। আমাদের ব্যাটসম্যানদের বড় পরীক্ষায় পড়তে হবে। তাই নিউজিল্যান্ডকে সহজভাবে নিলে, ভুল করবে দল।’

আসন্ন সিরিজে ভারত ও নিউজিল্যান্ড তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে। টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। প্রতিবারের মতো এই সিরিজকে সামনে রেখে স্পিন-বান্ধব উইকেট তৈরি করছে ভারত। কারণ দেশের মাটিতে খেলা হলেই স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা সাজায় টিম ইন্ডিয়া।

তবে এবার ওই ফর্মুলায় ভারতকেও অনেক বেশি সর্তক থাকতে হবে বলে মনে করেন গম্ভীর। কারণ নিউজিল্যান্ড দলেও তিনজন স্পিনার (মিচেল সান্তনার, ইশ সোদি ও মার্ক ক্রেইগ) রয়েছে। উইকেটের সুবিধা নিউজিল্যান্ডের স্পিনারও নেয়ার চেষ্টায় থাকবে বলে জানান গম্ভীর, ‘স্পিন বান্ধব উইকেট তৈরি হলে, ঐ সুবিধা নিউজিল্যান্ডের স্পিনারও নিবে। এজন্য আমাদেরকেও অনেক বেশি সর্তক থাকতে হবে। বিশেষভাবে আমাদের ব্যাটসম্যানদের। স্পিন সামালানোর মতো আমাদের দক্ষ ব্যাটসম্যান রয়েছে। তারপরও ভারতীয় ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেয়া যাবে না।’

এবারের সিরিজে স্পিনাররাই মূল ভূমিকা পালন করবে। তবে ব্যাটসম্যানদের অনেক বেশি পরীক্ষা দিতে হবে বলে জানান গম্ভীর। তিনি বলেন, ‘দু’দলেই স্পিনার রয়েছে বেশক’জন। স্পিনারদের দিয়েই তাদের পরিকল্পনাগুলো সাজাবে দল দু’টি। ফলে ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে পড়তে হবে। তাই স্পিনার বা ব্যাটসম্যানরাই সিরিজে মূল ভূমিকা পালন করবে।’

সিরিজ জয়ে কোন দল এগিয়ে এমন প্রশ্নে গম্ভীর বলেন, ‘সিরিজে ভারতই ফেভারিট। দেশের মাটিতে খেলার সুবিধা রয়েছে তাদের। তারপরও ভারতকে তিন বিভাগে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। নিউজিল্যান্ডও ছাড় দিয়ে কথা বলবে না।’

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7063
Post Views 438