MysmsBD.ComLogin Sign Up

শিশুর জন্ম দিতে নারীর প্রয়োজন হবে না পুরুষের

In বিজ্ঞান জগৎ - Sep 14 at 8:05pm
শিশুর জন্ম দিতে নারীর প্রয়োজন হবে না পুরুষের

নারী ছাড়া পুরুষ মানুষ কী পারেন সন্তানের জন্ম দিতে? বিজ্ঞানীদের দাবি, অবশ্যই পারেন। অন্তত এমন গুঞ্জনই উস্কে দিয়েছে এক নতুন গবেষণা।

সভ্যতা ও প্রযুক্তির ওপর ভর করে মানুষ এমন এক পরীক্ষা করতে চলেছে, যা প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখাতে পারে। এক গবেষণায় উঠে এসেছে, বিশেষ নিয়মে দু'জন পুরুষ মানুষ সন্তানের জন্ম দিতে পারেন!

প্রচলিত নিয়মানুসারে, সন্তান জন্মানোর জন্য প্রয়োজন হয় একটি ডিম্বানু ও একটি শুক্রাণুর। ডিম্বানু নারীর শরীরে তৈরি হয়। অন্যদিকে, শুক্রাণু সঞ্চারিত হয় পুরুষের শরীরে।

সাধারণত, ডিম্বানুকে শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ (প্রজনন) করতে হয়। তবেই গর্ভ সঞ্চারিত হয়। এক্ষেত্রে, গবেষকদের দাবি, ডিম্বানুর পরিবর্তে ত্বকের কোষ ব্যবহার করা হবে।

গবেষকদের বরাত দিয়ে দ্য সান ইউকে জানিয়েছে, ত্বক-কোষ ও শুক্রাণু দিয়ে ফার্টিলাইজেশন পদ্ধতি সম্ভব। ফলে নারী ছাড়া পুরুষরাও সন্তানের জন্ম দিতে পারেন!

গোটা বিষয়টিই রয়েছে গবেষণার স্তরে। সেখানে ইঁদুরের ওপর এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য এসেছে বলে দাবি করেছেন গবেষকরা।

গবেষকদের দাবি, শুধু ত্বকের কোষই নয়, অন্য যে কোনও কোষ দিয়েই এই প্রজনন সম্ভব। এ ধরনের গর্ভ সঞ্চার হওয়ার ক্ষেত্রে মহিলাদের কোনও ভূমিকাই থাকবে না।

গবেষকদের দাবি, তেমনটা হলে ভবিষ্যতে সমকামী পুরুষরাও নিজেদের সন্তানলাভ করতে পারবেন।

এখানেই শেষ নয়; গবেষকরা আরও জানিয়েছেন, শুধু পুরুষরা নন, একইভাবে মহিলারাও নিজেরাই গর্ভধারণ করতে পারবেন।

এক্ষেত্রে, তাদের শরীরের ডিম্বানুর সঙ্গে অন্য কোনও কোষের মেলবন্ধন করে প্রজনন প্রক্রিয়া করা সম্ভব।

এই প্রক্রিয়ার মাধ্যমে বিপন্ন প্রজাতির সংরক্ষণ এবং প্রজনন সম্ভব বলেও দাবি করেছেন গবেষকরা।

এছাড়া, যেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দান সম্ভব নয়, সেখানে এই প্রক্রিয়াকে ‘বিকল্প’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
- ইত্তেফাক

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 1151