MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মানুষের ‘শিরশ্ছেদ করে’ আইএসের অন্যরকম ঈদ উদযাপন!

In আন্তর্জাতিক - Sep 14 at 8:17am
মানুষের ‘শিরশ্ছেদ করে’ আইএসের অন্যরকম ঈদ উদযাপন!

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মানুষের শিরশ্ছেদ করে এবারের ঈদুল আজহা উদযাপন করেছে। ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, শিরশ্ছেদ করেই তারা ক্ষান্ত হচ্ছে না, দেহগুলো কুটি কুটি করে কাটছে।

আইএসের হাতে বন্দি এমন কয়েকজনকে ঈদুল আজহা উপলক্ষে শিরশ্ছেদ করা হয়েছে। জবাইয়ের পর পশু যেমন ঝুলিয়ে রাখা হয়, তেমনি তাদেরকেও ঝুলিয়ে রাখা হয়। পরে তাদের কুচি কুচি করে কাটা হয়। বর্বরতার এ কোন সময়!

সিরিয়ার উত্তর-পূর্ব দের এজ-জোর শহরে এ ঘৃণ্য কাজ করেছে আইএস। যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়।

ভিডিওতে দেখানো হয়েছে, ভেড়ার মতো কীভাবে মানুষদের জবাই করা হচ্ছে। তাদের হাড়হাড্ডি কেটে টুকরা টুকরা করা হচ্ছে। বিভৎস! কসাইখানায় নিয়ে পিটে হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করে থাকা লোকদের মাথা ধড় থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। জঙ্গিরা কীভাবে মানবতাকে হত্যা করা হয়েছে, তা দেখানো হয়েছে।

কসাইখানায় পেছনে হাত বেঁধে নেওয়া মানুষদের এক এক করে হত্যা করা হচ্ছে। একজন কসাই বড় ছুরি দিয়ে শিরশ্ছেদ করছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2765
Post Views 610