MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোলের এই শিশুটি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা

In বিবিধ বিনোদন - Sep 13 at 5:49pm
কোলের এই শিশুটি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর একটি সিনেমা। যাতে সকলকে রীতিমতো ধোলাই দিয়েছেন তিনি। ছবিতে তাঁর ভূমিকা ছিল এক প্রতিবাদী নারীর। ‘আকিরা’ নামে সেই ছবি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে।

এমনই সময়ে সমক্ষে এসেছে সোনাক্ষী সিনহার এই ছবিটি। যাতে মা, বাবা এবং দুই দাদার সঙ্গে দেখা যাচ্ছে সোনাক্ষীকে। এই ছবিটি যখন তোলা হয়েছিল তখন সোনাক্ষীর কয়েক মাসের। একদম কোলের শিশু।

ছোট থেকেই ভারী চেহারা সোনাক্ষীর। এমনকী বড় হয়েও সেই চেহারা বহুদিন ছিল। কিন্তু, সিনেমায় নামতে গেলে যে ওজন কমাতে হবে তা বুঝেছিলেন সোনাক্ষী। তাই দিনরাত পরিশ্রম করে ওজন একদম কমিয়ে ফেলেছিলেন। তবু, নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তাই ‘আকিরা’-র মতো সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করার আগে এক ঝটকায় আরও অনেক ওজন কমান তিনি।


বাবা-মা-র সঙ্গে সোনাক্ষী

ভারতীয় সিনেমায় এই মুহূর্তে যে শীর্ষস্থানীয় পাঁচ নায়িকা আছেন তাঁদের মধ্যে অন্যতম সোনাক্ষী।

২০১৭-র শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে ‘ইত্তেফাক’ নামে একটি ছবির শ্যুটিং শুরু করার কথা তাঁর।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5331
Post Views 476