MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অবশেষে পাওয়া গেল মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ

In আন্তর্জাতিক - Sep 12 at 8:45pm
অবশেষে পাওয়া গেল মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ

সম্প্রতি মাদাগাস্কারে বিমানের যে পাঁচটি ভাঙা টুকরোর সন্ধান পাওয়া গেছে, সেগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত পাঁচটি ভাঙা অংশের মধ্যে দুটিতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোড়া চিহ্নগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে তা তদন্তে নতুন মাত্রা যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের মার্চ মাসে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জনসহ এমএইচ৩৭০ বিমানটি হারিয়ে যায়।
তথ্যসূত্র : বিডি ২৪ লাইভ

Googleplus Pint
Roney Khan
Posts 664
Post Views 633