MysmsBD.ComLogin Sign Up

সেলিব্রেটিদের অদ্ভুত যত বদঅভ্যাস

In বিবিধ বিনোদন - Sep 12 at 6:19pm
সেলিব্রেটিদের অদ্ভুত যত বদঅভ্যাস

বদঅভ্যাস বেশীরভাগ মানুষেরই আছে। আবার এমন অনেকে আছেন যাদের বদঅভ্যাস অন্যের বিরক্তির উদ্রেক করে। এ নিয়ে নানা বিব্রতকর পরিস্থিতির মাঝেও পড়তে হয়। বলিউড সেলিব্রেটিরা যেহেতু এলিয়েন নন; রক্তমাংসের মানুষ তাই তারাও এই বদঅভ্যাসের ঊর্ধ্বে নন। তাদের এমন সব অভ্যাস আছে যা শুনলে অবাকই হতে হয়।

০১. শাহরুখ খান দিনে একবার জুতা খুলেন। এমনকী অনেক সময়ই তিনি নাকি জুতো পরেই শুয়ে পড়েন!

০২. বার বার পা ধোয়ার অভ্যাস রয়েছে সানি লিওনের। একারণে মাঝে মধ্যেই তার সেটে পৌঁছতে দেরি হয়।

০৩. নখের পরিচর্যার জন্য অনেকটা সময় দেন কারিনা কাপুর। পাশাপাশি, তার দাঁত দিয়ে নখ কাঁটার অভ্যাসটিও আছে।

০৪. বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা বার বার ব্রাশ করেন।

০৫. হ্যান্ডসাম বডি বিল্ডার জন আব্রাহাম অনবরত তার দুই পা নাড়াতে থাকেন।

০৬. সুস্মিতা সেন খোলা আকাশের নীচে স্নান করতে ভালবাসেন। সে জন্য বিশ্বসুন্দরী তার বাড়ির ছাদের উপর বাথটব স্থাপন করেছেন!

০৭. জিতেন্দ্র নাকি এক বাটি ফল খেতে খেতে টয়লেট সারেন!

০৮. মদ্যপান ছাড়লেও কিছুতেই নাকি গুটখা ছাড়তে পারছেন না ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত।

তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7016
Post Views 334