MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শাহরুখ-আব্রামের ‘সুপার’ কীর্তি ভাইরাল নেটে

In বিবিধ বিনোদন - Sep 12 at 9:50am
শাহরুখ-আব্রামের ‘সুপার’ কীর্তি ভাইরাল নেটে

সুপারহিরো তিনি হয়েছেন বটে, তবে এত সুন্দরভাবে হয়তো নন৷ এমনিতে বলতে গেলে বলিউডের বেতাজ বাদশা৷ হাজার একটা কাজ নিয়ে তাঁর ব্যস্ততা তুঙ্গে৷ কিন্তু, নিজের খানদানের ছোট্ট সদস্যের জন্য হামেশা সময় থাকে শাহরুখ খানের কাছে৷

আব্রাম চাইলে ‘রা-ওয়ান’-এর খোলস থেকে স্পাইডারম্যানও হতে পারেন তিনি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর প্রমাণ দিলেন কিং খান৷ ইনস্টাগ্রামে আপলোড করলেন নিজের ও আব্রামের এক ‘সুপার’ ভিডিও৷

ইমতিয়াজ আলির ছবির শুটিংয়ের সৌজন্যে বর্তমানে আমস্টারডামে রয়েছেন কিং খান৷ নিজের কাছেই রেখেছেন আব্রামকে৷ দুইজনে মিলে এভাবেই সময় কাটাচ্ছেন শুটিংয়ের অবসরে৷ আর সুপারস্টার বাবাকে নাকি অভিনয়ে দিব্যি টক্কর দিচ্ছে খুদে আব্রাম।

তথ্যসূত্রঃ সংবাদ প্রতিদিন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 283