MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অবশেষে জানা গেল শাহরুখ-অানুশকার পরবর্তী ছবির নাম

In সিনেমা জগৎ - Sep 11 at 11:50pm
অবশেষে জানা গেল শাহরুখ-অানুশকার পরবর্তী ছবির নাম

কী হতে চলেছে শাহরুখ খান এবং অানুশকা শর্মা অভিনীত পরবর্তী ছবির নাম? অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন ভক্ত, অনুরাগীরা। অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।

অানুশকা শর্মা জানিয়েছেন, ইমতিয়াজ আলি পরিচালিত তাদের আসন্ন ছবির টাইটেল “দ্য রিং”।

প্রসঙ্গত, এই মুহূর্তে এই প্রজেক্টের শ্যুটিংয়ের জন্য আমস্টারডামে রয়েছেন অানুশকা। ইনস্টাগ্রামে ছবির নামটি শেয়ার করেছেন তিনি।

ইমতিয়াজ আলির সঙ্গে শাহরুখ-অানুশকা জুটির এটাই প্রথম কাজ। এর আগে “রব নে বানা দি জোড়ি” এবং “জব তক হ্যায় জান”-এ একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।

তথ্যসূত্রঃ এমটিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 574