MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

স্বামীর সঙ্গে দ্বন্দ্বে রচনা!

In বিবিধ বিনোদন - Sep 11 at 3:01pm
স্বামীর সঙ্গে দ্বন্দ্বে রচনা!

স্বামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালক অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। তার স্বামীর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছেন। এমনই গুঞ্জন চলছে টালি-পাড়ায়।

গণমাধ্যমগুলোর দাবি, রচনা এবং তার স্বামী নাকি বেশ কিছুদিন হলো আলাদা থাকছেন।

২০০৭ সালে প্রবাল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রচনা। তাদের একটি ৯ বছরের ছেলে রয়েছে। রচনা এবং প্রবাল এমনিতে সব অনুষ্ঠানে একসঙ্গে যান। কিন্তু একটি গসিপ ম্যাগাজিনের প্রতিবেদন সম্প্রতি একটি ঈদ পার্টিতে দেখা যায় তারা আলাদা হাঁটছিলেন।

তবে এই অভিনেত্রী সবসময়েই তার ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন। তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রচনার এর আগেও বিয়ে হয়েছিল। ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি সংসার পেতেছিলেন প্রবালের সঙ্গে।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5244
Post Views 429