MysmsBD.ComLogin Sign Up

সুপারস্টার আমিরের সঙ্গে মোনালি

In সিনেমা জগৎ - Sep 11 at 6:46am
সুপারস্টার আমিরের সঙ্গে মোনালি

সম্প্রতি বলিউডপাড়ায় ফাঁস হয়েছে আমির খানের নতুন ছবি 'সিক্রেট সুপারস্টার' ছবির প্রথম লুক। 'পিকে' ছবির মতো এ ছবির প্রথম লুক দেখে দর্শকের আলোচনা তুঙ্গে। 'দঙ্গল' ছবির এ কুস্তিগিরকে এবার দেখা যাবে এক সঙ্গীত পরিচালকের ভূমিকায়। তিনি এক আপকামিং সিঙ্গারকে স্টারডমের দোরগোড়ায় পেঁৗছে দেবেন। কিন্তু এ ছবির প্রথম লুকে সুরকারের চেহারা কেন এমন ক্ষেপাটে, তা এখনও পরিষ্কার নয়।

শোনা যাচ্ছে, আমিরের এ আপকামিং সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। ছবিতে একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। - সমকাল

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 403