MysmsBD.ComLogin Sign Up

দুই পা-বিশিষ্ট সাপের দেখা মিলেছে মুক্তাগাছায়

In ভয়ানক অন্যরকম খবর - Sep 10 at 5:19pm
দুই পা-বিশিষ্ট সাপের দেখা মিলেছে মুক্তাগাছায়

৯ সেপ্টেম্বের ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পা-বিশিষ্ট একটি বিরল প্রজাতির সাপ দেখা গেছে। শুক্রবার দুপুরে ১২টার সাপটি কে দেখা মাত্রই পিটিয়ে হত্যা করা হয়েছে। সাপটি লম্বায় প্রায় ২ ফুটের মতো। মৃত সাপটিকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় করেন।

হত্যার কিছুক্ষণ আগে উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামপুর গ্রামের মাস্টার বাড়িতে তারা মিয়ার ঘরের পাশে প্রথমে এক শিশুর নজরে আসে সাপটি।

সাপটি দেখে শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসে। শামছুল হক নামে এক ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে হত্যা করে। এরপর বাড়ির পাশে ফেলে রাখা হয় সাপটিকে।

প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম জানান, সাপের পা থাকে- জীবনে দেখা তো দূরের কথা, কোনদিন শুনিওনি। সাপের পা দুটি নিজের হাতে ধরে দেখেছি।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি ওই বাড়িতে মৃত সাপটিকে দেখেছেন। এরপর কি হয়েছে জানেন না বলে জানান।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6973
Post Views 1397