MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এই প্রথম একসঙ্গে বিবিসি

In ফুটবল দুনিয়া - Sep 10 at 5:06pm
এই প্রথম একসঙ্গে বিবিসি

১০৫ দিন পর আজ ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবেন।

মিলানে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর এই প্রথম খেলতে নামবেন গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

শেষ পর্যন্ত ওসাসুনার বিপক্ষে তারা মাঠে নামলে চলতি মৌসুমে প্রথমবারের মতো বিবিসিকে (বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো) মাঠে দেখবে রিয়ালের ভক্ত-সমর্থকরা।

বেনজেমা ইনজুরি থেকে সেরে উঠেছেন। আলভারো মোরাতার পরিবর্তে আজ মাঠে নামবেন। আর ওয়েলসের হয়ে ইউরোতে দারুণ পারফরম্যান্স করা গ্যারেথ বেলও মাঠে নামবেন। এই ম্যাচে জিদান মাঠে নামাতে পারবেন না হামেস রদ্রিগেজ, কাসিমিরো ও মার্সেলোকে। দেশের হয়ে খেলে আজ তারা মাদ্রিদে ফিরবেন।

নতুন মৌসুমে রোনালদো রিয়ালের হয়ে একটি মিনিটও এখনো খেলতে পারেননি। খেলতে পারেননি মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচেও। ইউরোতে দেশের হয়ে খেলে ইনজুরিতে পড়েন তিনি। কিন্তু আজকের ম্যাচে মাঠে নামবেন পর্তুগীজ সুপার স্টার।

রিয়াল মাদ্রিদের কোচ জিদান জানিয়েছেন ওসাসুনার বিপক্ষে কমপক্ষে রোনালদো ৬০ থেকে ৭০ মিনিট খেলবেন। তবে শেষ পর্যন্ত তিনি যদি মাঠে নামেন তাহলে নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামা হবে বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানোর (বিবিসি)। রিয়ালের এই ত্রিরত্নকে একসঙ্গে মাঠে দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5457
Post Views 227