MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ধোনির পারিবারিক জীবনে অশান্তি!

In খেলাধুলার বিবিধ - Sep 09 at 9:50pm
ধোনির পারিবারিক জীবনে অশান্তি!

পারিবারিক জীবনে শান্তিতে নেই মহেন্দ্র সিং ধোনি। এর মূল কারণ, তার জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। জানা গেছে, মুক্তির অপেক্ষায় থাকা বলিউডের এই সিনেমায় ধোনির পরিবারের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যকে বাদ দেয়া হয়েছে।

ধোনির বড় ভাই নরেন্দ্র সিং ধোনি ও তার পরিবারের মানুষজনকে কিন্তু ছবিতে রাখাই হয়নি। কোনও অভিনেতা-অভিনেত্রী ধোনির ভাই ও তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন না ছবিতে।

ধোনির এই ভাইটি রাজনীতি করেন। সমাজবাদী পার্টির সঙ্গে জড়িত তিনি। সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার আগে বিজেপিতে ছিলেন নরেন্দ্র ধোনি। খুব একটা সফল রাজনৈতিক নেতা বলা চলে না তাকে।

২০০৭ সালে বিয়ে করেন ধোনির বড় ভাই। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। আগে ধোনির সঙ্গেই ছিলেন তিনি। কোনও এক অজ্ঞাত কারণে ধোনির সঙ্গে এখন আর থাকেন না নরেন্দ্র ধোনি। ধোনিও এই ব্যাপারে কখনও কথা বলেননি।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5372
Post Views 814