MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ছিটকে গেলেন ম্যাকক্লেনাঘান

In ক্রিকেট দুনিয়া - Sep 09 at 7:06pm
ছিটকে গেলেন ম্যাকক্লেনাঘান

অক্টোবরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া ওই সিরিজের আগে দল থেকে ছিটকে গেছেন কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান।

ভারত সফরের আগে ম্যাকক্লেনাঘানের মতো একই অবস্থা হয়েছে অ্যাডাম মিলনের। কুনুইয়ের সার্জারির পর পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি তাকে।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে নিউজিল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র জানান, ‘শ্রোণিচক্রের ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন মিচ (মিচেল ম্যাকক্লেনাঘান)। বছরের শুরু থেকেই তিনি এই সমস্যায় ভুগছেন। সে ভালোই উন্নতি করছে তবে আসন্ন সফরের জন্য তাকে দলে থাকতে পারবেন না।’

ওয়েলিংটনে বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে চোখের ইনজুরিতে পড়েছিলেন ম্যাকক্লেনাঘান। এরপর থেকে ওয়ানডেতে খেলতে পারছেন না তিনি। এর আগে ইনজুরি থেকে ফিরে এসে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। ওই আসরে চার ম্যাচে মাঠে নেমে ২১.৭৫ গড়ে চারটি উইকেট পেয়েছিলেন কিউই এই পেসার।

আগামী ১৬ অক্টোবর দৃষ্টিনন্দন ধর্মশালায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

তথ্যসূত্রঃ বিডি২৪লাইভ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5467
Post Views 231