MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আজীবনের’

In ফুটবল দুনিয়া - Sep 09 at 6:58pm
‘বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আজীবনের’

বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা রয়েছে লিওনেল মেসির। গ্রহের সেরা এ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কথা চলছে বার্সার। মেসির চুক্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বার্তোমেউ জানান, বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আজীবনের। তবে চুক্তি নবায়ন নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের কোনো বাধ্যবাধকতা নেই। নিজের ইচ্ছে অনুযায়ী ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘মেসি যতদিন চায় বার্সার সঙ্গে খেলা চালিয়ে যেতে পারবে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সেরা ফুটবলার মেসি এবং সে আমাদের সঙ্গে রয়েছে। এতে আমরা খুবই আনন্দিত। সে ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। ফুটবল সমর্থক এবং এই খেলাটির জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

মেসির নতুন চুক্তি নিয়ে বার্তোমেউ বক্তব্য, ‘লিওনেল মেসির সঙ্গে আমরা আগামী মাসে কথা বলব। তার সঙ্গে যে ব্যাপারে কথা বলব অবশ্যই সে তা জানে। সে জানে তার সঙ্গে বার্সার আজীবন চুক্তি রয়েছে। তার চুক্তির মেয়াদের কোনো সীমা নেই। এই সীমাটা ২৯ বছর বয়সি মেসিই নির্ধারণ করতে পারে। সে মেধাবী, উচ্চকাঙ্খী এবং আরও কিছু বছর চালিয়ে নেওয়ার জন্য তার অসাধারণ একটা ফিগার রয়েছে। আমরা আগামী মাসেই চুক্তি নবায়নের কথা ভাবছি। তবে অবশ্যই মেসি আরও অনেকদিন এই ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবে।’

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 247