MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অক্ষয়ের সঙ্গে কে এই বালক? তিনি আজ বলিউড তারকা!

In বিবিধ বিনোদন - Sep 08 at 4:36pm
অক্ষয়ের সঙ্গে কে এই বালক? তিনি আজ বলিউড তারকা!

বলিউড তারকাদের সঙ্গে ছবি তোলাটা ফ্যানেদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তারকারা তো এমনিতে থাকেন ধরাছোঁয়ার বাইরে। তাই হাতের সামনে তাঁদের পেলে তাঁদের সঙ্গে ছবি তোলার লোভ সামলানো কি যায়? ছবির এই ছোট ছেলেটিও তাই সে সুযোগ হাতছাড়া করেনি। অক্ষয় কুমারও তাঁর এই খুদে ফ্যানের অনুরোধ রেখেছিলেন।

কিন্তু তখন কি তিনি জানতেন যে বড় হয়ে এই ছেলে তাঁরই সহকর্মী হয়ে উঠবে? ছোট ছেলেটিও বোধহয় তখন ভাবেনি যে এই ছবি তোলার কয়েক বছরের মধ্যে তার বলিউড ডেবিউ হবে একটি সুপারহিট ছবি দিয়ে, যা অনেক নায়কের ক্ষেত্রেই হয় না। সেই ছবির নাম ছিল ‘ব্যান্ড বাজা বারাত’। এবার নিশ্চয়ই আর বলে দিতে হবে না এই কিশোরের নাম।

অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ছবির ওই একটু গোলগাল মিষ্টি কিশোরই আজকের বলিউড হাঙ্ক অ্যান্ড হার্টথ্রব রণবীর সিং। গতকালই তিনি এই ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পরের সপ্তাহেই রিলিজ করছে অক্ষয় কুমারের ছবি ‘রুস্তম’। সেই কথা মাথায় রেখেই ছেলেবেলার এই স্মৃতি তাঁর ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন রণবীর।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 305