MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বলের আঘাতে হাসপাতালে ভর্তি ওঁঝা!

In খেলাধুলার বিবিধ - Sep 08 at 1:46pm
বলের আঘাতে হাসপাতালে ভর্তি ওঁঝা!

খেলার মাঠেই বলের আঘাতে আবারও আহত হবার ঘটনা ঘটলো। এবারে ঘটনার শিকার হলেন ভারতীয় জাতীয় দলে বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঁঝা। দুলীপ ট্রফিতে বুধবার ভারতীয় সবুজ দলের হয়ে খেলার সময় এই ঘটনা ঘটে।

প্রজ্ঞান ওঁঝা মিড অনে ফিল্ডিং করছিলেন। ৬৩ তম ওভারে শ্রেয়াস গোপালের বলে নীল দলের ব্যাটসম্যান পঙ্কজ সিং মিড অনে শট খেলেন। বলটি ধরতে গিয়েছিলেন প্রজ্ঞান।

আচমকা অসমান মাঠের জেরে বলটি লাফিয়ে ওঠে। প্রজ্ঞান ওঝা মুখটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বলটি তখন তার মাথার বাঁ-দিকটায় আঘাত করে। চোট পাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় স্পিনার।

কয়েক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়। প্রায় সাথে সাথেই স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর ভারতীয় এই স্পিনার সুস্থ আছেন বলে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2753
Post Views 311