MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মাশরাফি-সুমির বিয়ের দশ বছর

In খেলাধুলার বিবিধ - Sep 07 at 10:53pm
মাশরাফি-সুমির বিয়ের দশ বছর

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতেই সময় পাড়। কেটে গেলো তাদের দশটি বছর। দুটি বাচ্চা রয়েছে তাদের। আনন্দ-বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ সবকিছুর মধ্যদিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সুমনা হক সুমির দশম বিবাহবার্ষিকী আজ।

সেই ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর। নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে জমকালো


আয়োজনের মধ্যদিয়ে মাশরাফি বিন মোর্তজা ও নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়। পরের দিন ৮ সেপ্টেম্বর চিত্রা নদীর কুলঘেঁষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে সম্পন্ন হয় জাকজমকপূর্ণ বৌভাত অনুষ্ঠান।

সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়সহ নড়াইল জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি রূপ নিয়েছিল মিলন মেলায়। মাশরাফির বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা ছিল `উপহার বর্জনীয়`। সে কারণে অন্য সব বিয়ের অনুষ্ঠানের মতো কাউকে গিফটবক্স হাতে নিয়ে আসতে হয়নি।

উল্লেখ্য, দাম্পত্য জীবনে মাশরাফি জুটির দুটি সন্তান রয়েছে। বড় সন্তান হুমায়রা (৫) এবং ছোট ছেলে সাহেল (২)

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1185
Post Views 683