MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফোর জি-র দিন শেষ, এবার আসছে ফাইভ জি ইন্টারনেট!

In ইন্টারনেট দুনিয়া - Sep 07 at 10:48pm
ফোর জি-র দিন শেষ, এবার আসছে ফাইভ জি ইন্টারনেট!

সারা বিশ্বে যখন টু জি ইন্টারনেট এসে গিয়েছে, তার প্রায় ২৫ বছর পরে ভারতে পদার্পণ করে টু জি ইন্টারনেট।

ইউরোপ আর আমেরিকায় যখন থ্রি জি ইন্টারনেট তোলপাড় ফেলে দিয়েছে তার এক দশক পরে থ্রি জি আসে ভারতে। ফোর জি-র ক্ষেত্রে এই সময়ের ব্যবধানটা ছিল বছর পাঁচেক। কিন্তু ইন্টারনেটের পরবর্তী সংস্করণ ফাইভ জি সারা বিশ্বে যখন লঞ্চ হবে, তখনই তা লঞ্চ হবে ভারতেও। আজ ০৭ সেপ্টেম্বর ভারতের টেলিকম সেক্রেটারি


জে এস দীপক বেঙ্গালুরুতে আইওটি ইন্ডিয়া কংগ্রেস উপলক্ষে এই কথা ঘোষণা করেন।

কিন্তু কবে আসতে চলেছে ফাইভ জি? দীপক জানান, বেশি দেরি নেই সেই দিনের যখন ভারতের মোবাইলে মোবাইলে দাপিয়ে বেড়াবে ফাইভ জি ইন্টারনেট। ভারতে যেভাবে ইন্টারনেট অফ থিংগস প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে তাতে সারা বিশ্বের সঙ্গে একতালে ফাইভ জি ইন্টারনেটকে বরণ করে নিতে পারবে এই দেশ, এমনটাই ধারণা দীপকের।

দীপকের দাবি, তথ্যপ্রযুক্তিতে ভারত যে অগ্রসর হচ্ছে ক্রমশ, এবং তথ্যপ্রযুক্তির জগতে বর্তমানে প্রথম সারির দেশ বলে বিবেচিত হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ।

ভারতে এখনো ফোর জি ইন্টারনেটই তেমন ব্যাপক বিস্তার লাভ করতে পারেনি। তার মধ্যেই ফাইভ জি ইন্টারনেটের আগমনবার্তা শুনিয়ে দিলেন দীপক। তার আশা, আগামী বছর খানেকের মধ্যেই ভারতে রীতিমতো দাপিয়ে বেড়াবে ফাইভ জি ইন্টারনেট।-এবেলা

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1242
Post Views 460