MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যৌথ প্রযোজনার ছবিতে জুটি বাঁধলেন সোহম-তিশা

In সিনেমা জগৎ - Sep 07 at 3:39pm
যৌথ প্রযোজনার ছবিতে জুটি বাঁধলেন সোহম-তিশা

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে এবার জুটি বাঁধলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং ওপার বাংলার নায়ক সোহম। ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামের বাণিজ্যিক ধারার ছবিটি পরিচালনায় আছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চ্যাটার্জি।

জানা গেছে, শুটিংয়ের প্রাক প্রস্তুতি সম্পন্ন। আসন্ন ঈদুল আজহার পর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। বাংলাদেশ অংশের শুটিং শেষে কলকাতার অংশের শুটিং শুরু হবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন, বাংলাদেশের সুচরিতা, ডন, মিশা সওদাগর। অন্যদিকে ওপার বাংলার খরাজ মুখার্জি, সুপ্রিয় চ্যাটার্জিসহ আরও কয়েকজন অভিনেতা ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5306
Post Views 520