MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শুভ জন্মদিন ‌কাটার মাস্টার মোস্তাফিজ

In খেলাধুলার বিবিধ - Sep 06 at 4:27pm
শুভ জন্মদিন ‌কাটার মাস্টার মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ নামক ‘বোলিং বিস্ময়ের’ পদার্পণ খুব বেশিদিন হয়নি। তবে এই অল্প কয়দিনেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ এই পেস তারকা।

বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ত্রাসে পরিণত হওয়া সেই মোস্তাফিজের আজ জন্মদিন। ১৯৯৫ সালের ৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই তরুণ পেস তারকা।

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই ক্রিকেটার বিশ্বের একমাত্র পেসার হিসেবে প্রথম দুই ম্যাচেই এগারোটি উইকেট লাভ করেন।

আজ ২১ বছরে পা দেয়া এই তরুণ পেসার চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছেন।

পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে সেরা উদীয়মান খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। সর্বশেষ আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলেও অন্তর্ভুক্ত হয়েছিলেন মোস্তাফিজ।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 465