MysmsBD.ComLogin Sign Up

কিউই দলে ফিরলেন নিশাম

In ক্রিকেট দুনিয়া - Sep 06 at 11:54am
কিউই দলে ফিরলেন নিশাম

ভারত সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার জিমি নিশাম।

মঙ্গলবার ঘোষিত দলে আছেন গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকা ১৬ জনের ১৪ জনই। ওই সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ম্যাট হেনরি ও ব্যাটসম্যান জেট রাভাল। ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন শুধু গত নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা নিশাম।

গত গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে পিঠের চোটের কারণে ছিটকে পড়েছিলেন নিশাম। তারপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে নিউজিল্যান্ডের হোম সেশনে ওটাগোর হয়ে খেলেছেন তিনি। খেলেছেন ডার্বিশায়ারের হয়ে ইংলিশ কাউন্টিতেও। ঘরোয়াতে ভালো পারফর্ম করেই আবার জাতীয় দলে ফিরলেন ২৫ বছর বয়সি অলরাউন্ডার। পিঠের চোটের কারণে ভারত সফরে নেই আরেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।

ভারত সফরে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আগামী ২২ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম ল্যাথাম, রস টেলর, জিমি নিশাম, বিজে ওয়াটলিং, লুক রনকি, টিম সাউদি, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, ইশ সোধি।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7054
Post Views 208