MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্র পুনর্বহাল

In পড়াশোনা নিউজ - Sep 06 at 8:38am
মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্র পুনর্বহাল

বাতিল করার পাঁচ দিনের মধ্যে ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজ কেন্দ্র বহাল করেছে স্বাস্থ‌্য মন্ত্রণালয়।

সোমবার বিকালে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অনিমেষ মজুমদার স্থানীয় সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “বিষয়টি আমাকে মোবাইলে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তের চিঠি ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হবে বলে জানানো হয়।”

স্বাস্থ‌্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ‌্যাপক আবদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কক্সবাজার, নোয়াখালী, কুষ্টিয়া, যশোর, নোয়াখালী ও সাতক্ষীরা কেন্দ্র বাতিল থাকছে বলে জানান তিনি।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে আগামী ৭ অক্টোবর এমবিবিএস এবং ৪ নভেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বুধবার রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কাছে পাঠানো স্বাস্থ‌্য অধিদপ্তরের চিঠিতে কেন্দ্র বাতিলের কথা জানানো হয়।

এরপর রংপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়। তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন‌্য স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেন রংপুরের অধ‌্যক্ষ।

রংপুর কেন্দ্র পুনর্বহালের দাবিতে সোমবার সকালেও নগরীর কাচারি বাজারে ‘জাগো রংপুর’ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দেন তারা।

এদিকে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের বৈঠক নিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেইসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিএমএর মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান, বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।
- বিডি নিউজ ২৪

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 121