MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিষ্কৃতি পেলেন ধোনি

In খেলাধুলার বিবিধ - Sep 06 at 1:06am
নিষ্কৃতি পেলেন ধোনি

ঘটনা ২০১৩ সালের। একটি ব্যবসায়িক ম্যাগাজিনের কভার পেজে বিষ্ণুরূপে দেখনো হয়েছিল ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

সেই বিষ্ণুর একাধিক হাতের মধ্যে একটি হাতে ছিল জুতো। কভার পেজের বিষয় ছিল, ‘গড অব বিগ ডিলস’। তাতে বিভিন্ন জিনিসের সঙ্গে ছিল জুতো। সেটা নিয়েই ধোনির বিরুদ্ধে মামলা করেন বেঙ্গালুরুর জয়াকুমার হিরেমাথ। যেখানে বলা হয় হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। মামলাটা চলছিল তখন থেকে। শেষ পর্যন্ত সেটা খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। শুধু জয়াকুমার নন, ধোনির বিরুদ্ধে মামলা করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা শ্যাম সুন্দরও।

এর পর অন্ধ্র প্রদেশের আদালত ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে সুপ্রিম কোর্টে যান ধোনি। যেখানে তাকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় আদালত।

তথ্যসূত্রঃ বিডি২৪লাইভ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5208
Post Views 441