MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতের টিভি চ্যানেলে শাকিব খান

In বিবিধ বিনোদন - Sep 04 at 6:04pm
ভারতের টিভি চ্যানেলে শাকিব খান

কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল '২৪ ঘণ্টা'র একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান। 'বক্স অফিস’ নামের এই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার মেয়ে শ্রাবন্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩ টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য, আগামী ১২ আগস্ট কলকাতা'সহ ভারতের বেশ কিছু প্রদেশে মুক্তি পাবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এই সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী।

গেলো ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। দারুন প্রশংসা কুড়িয়েছে শাকিবের অভিনয়। এবার ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। বাংলাদেশে 'শিকারী' মুক্তির আগে প্রচারণার জন্য ঢাকায় এসেছিলেন নায়িকা শ্রাবন্তী। এবার ভারতে সিনেমাটির প্রচারণার জন্য গেলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব। ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই ঢালিউড তারকা।

শীর্ষ নিউজ/এম

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 882