MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফের একসাথে বিরাট-আনুশকা

In বিবিধ বিনোদন - Sep 04 at 3:29pm
ফের একসাথে বিরাট-আনুশকা

আগের মত আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করছেন না বিরাট কোহলি। আনুশকা শর্মার সঙ্গে তার প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা।

সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো বিরাট এখন প্রাগ সফরে। বর্তমানে আনুশকা তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে সরাসরি শুটিং সেটে হাজির বিরাট।

তবে বড় প্রশ্ন হল এমন তথ্য ফাঁস হল কী করে? বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, `নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ আনুশকা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য।`
আরও জানা গেছে, বিরাটের ঐ ভক্ত নাকি আনুশকার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু আনুশকা সেই প্রস্তাবে রাজি হননি।

ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং এর জন্য আনুশকা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে রয়েছেন। আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন আনুশকার কাজের ফাঁকে চুটিয়ে প্রেম করার সুযোগটা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

Googleplus Pint
Roney Khan
Posts 664
Post Views 341